
ছবি ধলাইর ডাক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাস থেকে অবৈধভাবে গাছ কেটে নিয়েছেন স্থানীয় ইউপি সদস্য সামছু উদ্দিন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল মির্জাপুর ইউনিয়নের সুইলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাস থেকে অবৈধ ভাবে গাছ কাটার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে শুনান হাজী মো: লেচু মিয়া। তিনি বলেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সামছুদ্দিন অবৈধভাবে নিজ ক্ষমতা বলে সুইলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি আকাশি গাছ কেটে নিয়ে যান। যাহার মূল্য আনুমানিক বিশ হাজার টাকা।
এব্যাপারে এলাকাবাসী উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করলে সহকারী শিক্ষা কর্মকর্তা সরেজমিনে গেলে সামছুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি গাছ কেটে লাকরী করেছেন। এ সময় তারা আরো অভিযোগ করেনে সামছুদ্দিন এর আগেও রাস্তার পাশের গাছ কেটে নিয়ে গেছেন। এলাকাবাসী আইননানুগ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কশন করেন । এ ব্যাপরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জানান, আমরা অভিযোগ পেয়েছি আমরা তদন্ত করে দেখবো বিষয়টি।
আর শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম জানান, শিক্ষা কর্মকর্তার মাধ্যমে বিষয়টি জেনে এবং অভিযোগ সত্য হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে শ্রীমঙ্গল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার জানান, সুইলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে একটি ওয়াশব্লক করার জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সিন্ধান্ত হয় গাছ কাটার। তবে এটি বিদ্যালয়ের কাজে বা বিক্রিকরে ফান্ডে রাখার কথা তা অন্য কাউকে দেয়ার কথা নয় বলে তিনি জানান।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য সামছুদ্দিন জানান, বিষয়টি নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে উপজেলা চেয়ারম্যান শেষকরে দিবেন বলে জানিয়েছে