শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের ইছবপুর নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম পারভেজ (২৫)। তিনি শ্রীমঙ্গলে মোবাইল ব্যবসা করতেন। শনিবার রাত (১জুন) ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোনে ইউনিয়নে। সে গনি মিয়ার ছেলে। শ্রীমঙ্গল মক্কা মার্কেটের ব্যবসায়ী সূত্রে জানা গেছে, রাত ৯টায় দিকে শ্রীমঙ্গল উপজেলার রাজাপুরে অসুস্থ বন্ধুকে দেখার উদ্দেশ্যে রওনা হয় পারভেজ। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় যে
বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যান মোটর সাইকেলের মুখামুখি সংঘর্ষে মটরসাইকেলটির সামনের অংশ দুমড়ে-মুছড়ে যায় এবং ঘটনাস্থলেই পারভেজের মৃত্যু হয়। ঘটনাস্থলে তাকে চাপা দিয়ে কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এএসআই) অধীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরই কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।