সাড়ে পাঁচমাস পর সিলেট রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রি

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

ধলাই ডেস্ক: সাড়ে পাঁচ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে সিলেট রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি।

শনিবার সকাল ৮টা থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়। এর আগে গত ২৬ মার্চ থেকে করোনা সংক্রমণরোধে কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ ছিল।

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার খলিলুর রহমান জানান, রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আজ শনিবার সকাল ৮টা থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়েছে। মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছে। এই ৫০ শতাংশ টিকিটের অর্ধেক কাউন্টারে বিক্রি করা হচ্ছে। বাকি অর্ধেক টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে গত ২৬ মার্চ সিলেট রেলওয়ে স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ করা হয়। লকডাউন চলাকালে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে সীমিত আকারে রেল চলাচল শুরু হলেও সব টিকিট বিক্রি হতো অনলাইনে।