ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের রশিদপুরে লাইচ্যুত ট্রেনের ইঞ্জিন ও বগি সরানোর পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, আখাউড়া থেকে সিলেটগামী কুশিয়ারা ট্রেনটি রশিদপুরে ইঞ্জিন ও একটি বগি রোববার সকালে লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী রিলিফ ট্রেন লাইনচ্যুত ইঞ্জিন ও বগি সরালে সিলেটের সঙ্গে আবারো সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।