সিলেটের সাত ভাষা সৈনিককে সম্মাননা

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০

ধলাই ডেস্ক: ভাষা আন্দোলনে অবদানের স্বীকৃতি স্বরুপ সিলেটের সাত ভাষাসৈনিককে সম্মাননা প্রদান করা হয়েছে।

রোববার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় ও অনলাইন নিউজ পোর্টাল সিলেট টুডের আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা গ্রহণ করেন ভাষাসৈনিক ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদ, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, শিক্ষাবিদ ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরী, অ্যাডভোকেট মনির উদ্দিন আহমদ, কমরেড আসদ্দর আলী ও ডা. মো. হারিছ উদ্দিনের স্বজনরা মরণোত্তর সম্মাননা গ্রহণ করেন।

সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী এবং সাবেক সচিব ও রাষ্ট্রদূত কবি মোফাজ্জল করিম।

আরো উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সিলেট টুডে টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক কবির আহমদ, সম্পাদক আব্দুল আলিম শাহ।

এর আগে সম্মাননা প্রাপ্ত প্রত্যেক ভাষাসৈনিকের জীবনবৃত্তান্তের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।