সিলেটে গাছবোঝাই ট্রাক্টর উল্টে চালকসহ দুইজন নিহত

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৯
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গাছবোঝাই ট্রাক্টর উল্টে ট্রাক্টরের চালকসহ দুইজন নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফতেহপুর প্রথমখন্ড গ্রামের বশির মিয়ার ছেলে ট্রাক্টরচালক কামাল মিয়া ও একই এলাকার ইসহাক মিয়ার ছেলে আব্দুর রহমান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ফতেহপুরের মাদারটিলা এলাকা থেকে কয়েকটি গাছ কিনেন প্রথমখন্ড গ্রামের আব্দুর রহমান। রোববার দুপুরে গাছগুলো কেটে করাত কলে নিতে একটি ট্রাক্টর নিয়ে মাদারটিলা যান তিনি। সেখান থেকে গাছবোঝাই করে ট্রাক্টর নিয়ে চালকসহ করাত কলের উদ্দেশ্যে রওনা দেন আব্দুর রহমান।

এ সময় তিনি ট্রাক্টরচালক কামাল মিয়ার পাশের আসনে বসা ছিলেন। তাদের বহনকারী গাছবোঝাই ট্রাক্টরটি কিছুদূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে চালক কামাল মিয়া ও আব্দুর রহমান ট্রাক্টরের নিচে চাপা পড়ে যান এবং ঘটনাস্থলেই দুজনে নিহত হন।

গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, ট্রাক্টর উল্টে তার নিচে চাপা পড়ে দুজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।