সিলেটে ছাত্রশিবিরের বিভাগীয় সাথী সমাবেশ

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৪

ধলাই ডেস্ক: সিলেটে মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে বিভাগীয় সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সোয়া ১০টায় মহানগরীর দক্ষিণ সুরমার চন্ডিরপুল সংলগ্ন কুশিয়ারা কনভেনশন হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট জেলার সভাপতি মনিরুজ্জামান গিয়াস, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরীফ মাহমুদ, সিলেট মহানগর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক শাহীন আহমদ প্রমুখ।

উপস্থিত বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর যাবত আমরা পরাধীন ছিলাম। আজ স্বাধীন ও উন্মুক্ত স্থানে আমরা সাথী সমাবেশ করতে পারছি। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের কাছে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য উপস্থিত সবাইকে অনুরোধ করেন বক্তারা।

তারা আরো বলেন, ছাত্রশিবিরের বিরুদ্ধে সবসময় অত্যাচার-নির্যাতন চলমান ছিল। স্বৈরাচারী হাসিনা সরকার আমাদের নিষিদ্ধ করেছিল। তারা নিজেরাই দেশ থেকে পালিয়ে গেছে। আমাদের সংগঠন আদর্শের সংগঠন। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সঠিক মানুষ হিসেবে সকলের কাছে নিজেকে উপস্হাপন করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আবেগ দিয়ে কাজ করব না। আমরা বিবেক দিয়ে প্রতিটি আঘাত প্রতিহত করব। আওয়ামী লীগ দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশের মানুষের বিরুদ্ধে জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে।

সাথী সমাবেশ থেকে বক্তারা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো নিষিদ্ধের দাবি জানান।