সিলেটে মুজিববর্ষের ক্ষণগণনা শুরু

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০

ধলাই ডেস্ক: সিলেটে শুরু হয়েছে মুজিববর্ষের ক্ষণগণনা। এ উপলক্ষে শুক্রবার বিকেল ৫টায় নগরীর টিলাগড় পয়েন্ট ও হুমায়ুন রশীদ চত্বরে দুটি ক্ষণগণনা যন্ত্রের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে ও সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় এ দুটি যন্ত্র উদ্বোধন করা হয়।

এ সময় ঢাকার তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কাউন্টডাউন মঞ্চের কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় দেখানো হয়।

নগরীর টিলাগড়ে কাউন্টডাউন যন্ত্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ, ডিআইজি মো. কামরুল আহসান, ডিসি এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ কমিশনার এসএম গোলাম কিবরিয়া, এসপি ফরিদ উদ্দিন আহমদ, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাভোকেট নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

অপরদিকে সিলেট নগরীর হুমায়ুন রশীদ চত্বরেও অপর কাউন্টডাউন যন্ত্রের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সিসিকের সিইও বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, কাউন্সিলর তৌফিক বক্স লিপন, জিল্লুর রহমান উজ্জ্বল, তারেক উদ্দিন তাজ প্রমুখ।