সীমান্ত এলাকার ৯৫০ অসহায় পরিবারকে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, মে ৯, ২০২০
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার এবং মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় কর্মহীন ও হতদরিদ্র অসহায় ৯৫০ পরিবারকে ত্রাণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।

শনিবার (৯ মে) বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া এ ত্রাণ সামগ্রী বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর উদ্যোগে বিতরণ করা হয়েছে।

ত্রাণ সামগ্রী বিতরণকালে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ, সহকারী পরিচালক, বিওপি কমান্ডারগণ এবং এলাকার জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাপ্ত ত্রাণ সামগ্রী প্রতিটি পরিবারের মাঝে ০৬ কেজি চাল, ০২ কেজি আটা, ০১ কেজি ছোলা, ০১ কেজি ডাল, ৫০০ মিঃ লিঃ সয়াবিন তৈল এবং ৫০০ গ্রাম লবণ দেয়া হয়েছে।

সীমান্ত রক্ষার পাশাপাশি করোনার এ দুযোর্গময় মুহূর্তে বিজিবি কর্মহীন অসহায়দের সহায়তা করে আসছে। এরই ধারাবাহিকতায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাপ্ত ত্রাণ সামগ্রীগুলো প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছানো হচ্ছে। উপস্থিত জনসাধারণ বিজিবির এ কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন। (খবর বিজ্ঞপ্তি)

 

সূত্র: জাগো নিউজ…