সুনামগঞ্জে ১০০ চারা রোপণ করল র‍্যাব

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১

ধলাই ডেস্ক: মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জে বিভিন্ন জাতের ঔষধি ও ফলজসহ ১০০ গাছের চারা রোপণ করেছে র‍্যাব-৯।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের হালুয়ারগাঁও মেইন রোড থেকে জেলা কারাগার প্রাঙ্গন পর্যন্ত রাস্তার পাশে গাছের চারা রোপণ করেন র‍্যাব-৯ সুনামগঞ্জের অধিনায়ক লে. কমান্ডার মো. ফয়সল আহমদ।

র‍্যাব-৯ সুনামগঞ্জের অধিনায়ক লে. কমান্ডার মো. ফয়সল আহমদ বলেন, মুজিববর্ষ উপলক্ষে র‍্যাব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে।

তিনি আরও বলেন, পরিবেশ দূষণের ফলে নির্মল বাতাস থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়া, ছায়া দেয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবে সাবলম্বী করতেও সহায়তা করে। এজন্য সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।