সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৪

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৪

ধলাই ডেস্ক: অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৪ জনকে আটক করেছে নড়াইলের কালিয়ায় সেনাবাহিনী। আটককৃতরা হলেন- উপজেলার বেন্দারচর এলাকার বাসিন্দা বিএনপির কর্মী জাকারিয়া, ছাত্রদলের কর্মী ওয়ালিদ শেখ, সুমন শেখ ও নাহিদ শেখ। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, কালিয়া পৌরসভার পাচকাউনিয়া এলাকার বিএনপির কর্মী কামাল উদ্দিনকে স্থানীয় কয়েকজন যুবক একটি তুচ্ছ বিষয় নিয়ে বুধবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের মধ্যে স্থানীয় বিএনপি বিরোধে জড়িয়ে পড়ে। এর জেরে রাত ৮টার দিকে কালিয়া পৌরসভার সামনে এক সংঘর্ষে কালিয়া পৌর যুবদলের সাবেক সেক্রেটারি ইকরাম রেজা, বিএনপির কর্মী মোজাহিদ শেখ, রানা ফকির ও স্বপন দাস গুরুতর জখম হয়।

এরপরই উভয়পক্ষ বড় ধরনের সংঘর্ষে লিপ্ত হওয়ার প্রস্তুতিকালে খবর পেয়ে সেনাবাহিনী ছোট কালিয়া এলাকায় অভিযান চাল‍ায়। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে এবং ৪ জনকে আটক করে।

বৃহস্পতিবার দুপুরে নড়াইল সেনাক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে নড়াইল সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন জামান জানান, আটককৃতদের কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কালিয়া থানার ওসি খন্দকার শামিম উদ্দিন বলেন, আটককৃতদের সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে।