হিজড়াদের হামলায় পুলিশের চোখ নষ্ট: এক হিজড়া রিমান্ডে, কারাগারে ৩

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, জুন ৪, ২০২৪
সংগৃহীত

ধলাই ডেস্ক: রাজধানীর পরীবাগে হিজড়াদের (তৃতীয় লিঙ্গ) হামলায় মো. মোজাহিদ নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) চোখ নষ্টের মামলায় সাথী ওরফে পাভেল নামে এক হিজড়ার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর তিন আসামি তানিয়া, তন্নী ওরফে তিথী ও কেয়া নামে অপর তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত এ আদেশ দেন।

এর আগে, রমনা মডেল থানা পুলিশ তানিয়া, তন্নী ওরফে তিথী ও কেয়াকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। সাথীর পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়।