ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে ২০১৭-২০১৮ অর্থবছরে মোট আমদানির পরিমাণ ছিল ২ কোটি ১ লাখ ৬৯ হাজার ৬৬৪ মেট্রিক টন। আর রফতানির পরিমাণ ছিল ৯ লাখ ৩৫ হাজার ৪৪২ মেট্রিক টন। ২০১৭-২০১৮ অর্থবছরে স্থলবন্দর কর্তৃপক্ষের আয় হয় ১৪৮.৩৩ কোটি টাকা এবং ব্যয় হয় ৯৫.৫৩ কোটি টাকা।
মঙ্গলবার (১৪ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে আরও উল্লেখ করা হয়, বেনাপোল স্থলবন্দরে যাত্রী চলাচলের সুবির্ধাথে একটি আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ও একটি আন্তর্জাতিক বাস টার্মিনাল নির্মাণ করা হয়েছে। ওই টার্মিনালে ভারতগামী যাত্রীদের অবস্থান সুবিধা ও নিরাপত্তা সুবিধা এবং নারী ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ সুবিধাসহ অবকাঠামো উন্নয়ন করা হয়েছে।
বৈঠকে জানানো হয়, জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে ২০০৯-২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন ধরনের ৪১টি বাণিজ্যিক নৌযান এবং ১২টি সহায়ক নৌযানসহ মোট ৫৩টি নৌযান নির্মাণ করে সার্ভিসে নিয়োজিত করা হয়েছে।