১ লাখ মামলায় বিএনপির ৩৫ লাখ নেতাকর্মী আসামি : শাহাদাত

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০

ধলাই ডেস্ক: সারাদেশে এক লাখ মামলায় বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। অথচ সেই দলটি আজও টেকনাফ থেকে তেতুঁলিয়া আন্দোলনের মহড়া দিচ্ছে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের নসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘যে নেত্রীকে কোনো নির্বাচনে কেউ পরাজয়ের স্বাদ দিতে পারেনি, সেই নেত্রীকে আজ কারাগারে অন্তরীণ করে রাখা হয়েছে। ফখরুদ্দিন-ইয়াজউদ্দিন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা দিয়েছে, সেই মামলার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না। অথচ আওয়ামী লীগ নেতাদের একই মামলা খারিজ হয়ে গেছে।’

সম্প্রতি চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত মাদকবিরোধী সমাবেশের প্রসঙ্গ টেনে শাহাদাত বলেন, ‘আপনারা লালদিঘিতে মাদক, সন্ত্রাস আর দুর্নীতিবিরোধী সমাবেশ করেছেন। নিজের দলের মাদকসেবী, সন্ত্রাসীদের কি হবে?’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ভোটারদের নিরাপত্তা দিতে পারেনি। যুবলীগ ক্যাডাররা বুথ ঘিরে রেখে নিজেরাই ভোট দিয়েছে।’

ইভিএম মেশিন নিয়ে তিনি বলেন, ‘গলি গলি মে সোর হ্যায়, ইভেএম মেশিন চোর হ্যায়।’

বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম বলেন, ‘শেখ হাসিনার পতন হলে, খালেদা জিয়ার মুক্তি হবে। চট্টগ্রামের মানুষ আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত আছে। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন কর্মসূচিতে চট্টগ্রামের জনগণ ঝাঁপিয়ে পড়বেন।’

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার মীর হেলাল, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান।