২৪ ঘণ্টার ব্যবধানে কমে গেল মুরগির দাম

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০
ফাইল ছবি

ধলাই ডেস্ক: রাজধানীর বিভিন্ন বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে কমে গেছে ব্রয়লার মুরগির দাম।

খুচরা ব্যবসায়ীদের দেয়া তথ্য অনুযায়ী, ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা; যা গতকাল শুক্রবার ছিল ১৬০ থেকে ১৭০ টাকা। এ হিসেবে একদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে কমেছে ১০ টাকা।

শনিবার রাজধানীর বিভিন্ন বাজারের খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

ব্রয়লারের দাম কমার বিষয়ে কঁচুক্ষেতের ব্যবসায়ী কামাল হোসেন বলেন, ব্রয়লার মুরগির দাম অনেক দিন ধরেই উর্ধ্বমুখি ছিল। অন্যদিনের তুলনায় শুক্রবার মুরগির দাম একটু বেশি থাকে। তবে আজ এর দাম কমেছে। কিছুদিন এ অবস্থা স্থিতিশীল থাকতে পারে। সামনে আরো কমার সম্ভাবনা রয়েছে।