 
                                       স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে আসছেন বর্তমান সময়ের আলোচিত বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দীকি।
বরণ্য বুযুর্গ হযরত শায়েখ আব্দুর রহমান শাওকী শায়খে মাধবপুরী (র:) প্রতিষ্টিত তালিমুল ক্বোরাআন মাধবপুর নোয়গাও মাদ্রাসার আগামি ২৮ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টা থেকে মাদ্রাসার বার্ষিক মাহফিল।
সভাপত্বিত করবেন পীরে কামেল হযরত মাওঃ মুফতি রশিদুর রহমান ফারুক্ব পীর সাহেব বরুনা, প্রধান অতিথি হিসেবে বয়ান রাখবেন খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দীকি কুয়াকাটা।
বিশেষ অতিথি ,আল্লামা ঈসমাইল হুসেন কাসেমী ভারত, মাওঃ নাছির উদ্দীন আনসারী, মুফতি মশাহিদ আলী কাসেমী মৌলভীবাজারী ,
উক্ত মাহফিলে দল মত নির্বিশেষে সকল ধর্মপ্রান মুসলমানদের উপস্থিত হওয়ার দাওয়াত।
                                                                                                     দাওয়াতক্রমে
                                                                                      নুরুল মুত্তাকীন জুনাইদ
মুহতামিম
 
		
