৩’শ প্যাকেট খাদ্য সামগ্রী ও মাস্ক নিয়ে দরিদ্র মানুষের পাশে মৌলভীবাজারের ইউনিক হেলথ কেয়ার

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২০
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্ট ার: দেশের ক্রান্তিলগ্নে মৌলভীবাজার সদরে তিন শত প্যাকেট খাদ্য সামগ্রী নিয়ে দরিদ্র খেটে খাওয়া মানুষের পাশে দাড়ালো ইউনিক হেলথ কেয়ার ক্লিনিক। মঙ্গলবার বিকাল ৩ টায় মৌলভীবাজার সদর উপজেলার ফরেস্ট অফিস রোডে অবস্থিত ইউনিক হেলথ কেয়ারের উদ্যোগে করোনা ভাইরাস সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংকটকালীন সময়ে অসহায় হতদরিদ্র ৩ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মৌলভীবাজার পৌরসভার সৈয়ারপুর এলাকায় ইউনিক হেলথ কেয়ারের নিজস্ব কর্মীরা বাড়ী বাড়ী গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন । এছাড়া তাদের পক্ষ থেকে সে এলাকায় জীবানুনাশক ঔষধ পানিও ছিটানোসহ এলাকাবাসীদের মধ্যে মাস্ক প্রদান করা হয়। এসময় ইউনিক হেলথ কেয়ারের আমিরুল ইসলাম, কাজী বদরুল ইসলাম, মুজিবুর রহমান, তৈয়বুল ইসলাম নাহিদ, বেলাল আহমেদ, সুমন চৌধুরী, সুয়েজ আহমদ ও মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির মডারেটর ইমন আহমেদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিটি পরিবারকে চার কেজি চাল, দুই কেজি পিয়াজ, তিন কেজি আলু, এক কেজি মসুরী ডাল,  এক লিটার সোয়াবিন তেল ও দুইটি সাবান দেওয়া হয়।