৩৯তম বিসিএস এ উত্তীর্ণ কমলগঞ্জের কনিকা সিনহা

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, মে ৩, ২০১৯

কমলগঞ্জ সংবাদাতা:  চিকিৎসকদের ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষায় চুড়ান্ত ফলা ফলে উত্তীর্ণ হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তেতঁইগাও গ্রামের কৃতি সন্তান কনিকা রানী সিনহা। তিনি আদমপুর ইউনিয়নের তেঁতই গাঁও গ্রামের বাসিন্দা কমলগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কৃঞ্চ কুমার সিংহ ও প্রতিভা রানী সিনহা দম্পতির একমাত্র মেয়ে। সে ১৯৯২ সালে জন্মগ্রহন করে। কনিকা রানী সিনহা কমলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও কমলগঞ্জ সরকারি কলেজ হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ -৫ পেয়ে কৃতকার্য হয়। পরে মেডিকেলের ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করে সম্মিলিত সাময়িক মেডিকেল হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে মেধাবী ছাত্রী কনিকা রানী সিনহা ৩৯তম বিসিএস পরীক্ষায় অংশ গ্রহন করে। তার এমন সাফল্যে পরিবার ও এলাকায় বইছে আনন্দের বন্যা।