৫ দিনে ৯ মিলিয়ন মানুষের করোনা টেস্ট করবে চীন

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: চীনের বন্দর নগরী কিংদাওতে আবারো করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। ফলে মাত্র পাঁচদিনে প্রায় ৯ মিলিয়ন মানুষের করোনা পরীক্ষার সিদ্ধান্ত দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।

বিদেশ থেকে আগত করোনা রোগীদের চিকিত্সা করা হচ্ছে এমন একটি হাসপাতালের সঙ্গে জড়িত এক ডজন করোনা রোগীর সন্ধান পাওয়ার পড়ে এই গণ পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত মে মাসে বৈশ্বিক এই মহামারি করোনার কেন্দ্রস্থল উহান শহরের প্রায় ১১ মিলিয়ন বাসিন্দার করোনা পরীক্ষা করা হয়। বর্তমানে ভাইরাসটিকে নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে দেশটি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে দেয়া এক বিবৃতিতে কিংদাও মিউনিস্যপল হেলথ কমিশন জানিয়েছে, রোববার শহরটিতে ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। চীনের উত্তরপূর্বাঞ্চলীয় ওই শহরটিতে প্রায় ৯৪ লাখ লোকের বসবাস।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, নতুন করে শনাক্ত হওয়া সব রোগী বিদেশিদের চিকিৎসা দেয়া ওই হাসপাতালের সঙ্গে জড়িত।

সূত্র- বিবিসি