৫ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার!

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, মে ২৫, ২০১৯

ডেস্ক রিপোর্ট: রাজধানীর শাহজাদপুর থেকে ৫ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ৯০ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের কথা জানিয়েছে গুলশান থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম হামিদুল খন্দকার (৩৮)।

বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুরে সুবাস্তু নজরভ্যালীর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে মাদক ব্যবসায়ী হামিদুল খন্দকারকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ৯০ হাজার টাকা।

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামিদুল র‌্যাবকে জানিয়েছে, হামিদুলের বাড়ি বরিশালের গৌরনদী থানার মাগুড়ায়। তিনি টঙ্গীর গাজীপুরা-২৭ এলাকায় থাকতেন। তিনি কক্সবাজারের টেকনাফ হতে পাইকারি দরে ইয়াবা কিনে গুলশানসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

হামিদের বিরুদ্ধে গুলশান থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।