কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জে অরপান ইন অ্যাকশন বাংলাদেশের উদ্যোগে ১৫ জন এতিম দরিদ্র ও মেধাবী শিকার্থীদের মাঝে জনপ্রতি ৩ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা বৃত্তি প্রদান সহ ১৫টি পরিবারের মধ্যে পবিত্র রমজান মাসের জন্য আরও ৩ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রোববার বেলা ২টায় কমলগঞ্জস্থ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ হল রুমে এতিম দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির টাকা ও তাদের পরিবারের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অরপান এন অ্যাকশন বাংলাদেশের কমলগঞ্জ শাখার সভাপতি আহমদ সিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর গফুর চৌধুরী মহিলা কলেজ অধ্যক্ষ ও জেলা পরিষদ সদস্য মো. হেলাল উদ্দীন। আয়োজক সূত্রে জানা যায়, সংস্থার প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী শাহনাজ চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এ বৃত্তির টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।