
ছবি ধলাইর ডাক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মোঃ সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে উত্তর ভাড়াউড়া এলাকা থেকে উদ্ধার করা হয়। মোঃ সাইফুল উত্তর ভাড়াউড়া এলাকার মৃত আব্দুস শহীদ এর ছেলে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়,সকালে পিয়ারা গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাইফুলের ঝুলন্তদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদেন্তর জন্য মৌলভীবাজা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চাত করেন।