কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে পিঁয়াজের বাজার, সবজির বাজার ও মাছ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে মূল্য তালিকা না রেখে পিঁয়াজের দাম বৃদ্ধি করে বিক্রয় করার অপরাধে ২ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত উক্ত তদারকি অভিযান চলমান থাকে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শমসেরনগর পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স।
অভিযানকালে শমসেরনগরে অবস্থিত শাহেদ ব্রাদার্সকে ১ হাজার ৫ শত টাকা, ভিতর বাজারে অবস্থিত মেসার্স আসফি ট্রেডাসকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।