জোর করে ধান ক্ষেতে নিয়ে গণধর্ষণ! ৯৯৯ এ ফোন, ৬ ধর্ষক আটক, নারী উদ্ধার

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯

ধলাই ডেস্ক: এক নারীকে কয়েকজন লোক জোর করে ধরে নিয়ে গণধর্ষণ করছে- এক কলার শনিবার রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯- এ কল করে এ তথ্য জানান।

ওই কলার জানান, শশীদল রেলওয়ে স্টেশনের পাশে একটি ধান ক্ষেতে একটি মেয়েকে কয়েকজন লোক জোর করে ধরে নিয়ে গণধর্ষণ করছে। তিনি ভিকটিম মেয়েটির চিৎকার ও কান্নাকাটির আওয়াজ শুনতে পাচ্ছিলেন। এ বিষয়ে দ্রুত পুলিশি সহায়তার অনুরোধ জানান।

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কলারকে ব্রাহ্মণপাড়া থানার ডিউটি অফিসারের সঙ্গে কথা বলিয়ে দেয়া হয়। সংবাদ পেয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে রওনা দেয়। দলটি ঘটনাস্থলে অভিযান চালিয়ে ধর্ষণের শিকার ১৭ বছরের মেয়েটিকে উদ্ধার করে এবং সন্দেহভাজন ছয়জনকে আটক করে।

আটকদের মধ্যে তিনজন ধর্ষণের শিকার ভুক্তভোগী মেয়েটিকে শনাক্ত করেন। আটকরা হলেন- লাবু, নাসির আহমেদ, নজরুল ইসলাম, কাওছার, সাদ্দাম ও জমির হোসেন। তারা সবাই শশীদলের অধিবাসী।

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯- এ দায়িত্বরত কর্মকর্তা পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।