ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরখানের ময়নারটেক এলাকায় তালাবদ্ধ একটি বাসা থেকে পচন ধরা তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে উত্তরখান থানা পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।
নিহত মায়ের নাম জাহানারা খাতুন মুক্তা(৪৭)। ছেলের নাম মুহিব হাসান রশ্মি(২৮) এবং শারীরিক প্রতিবন্ধী মেয়ের নাম আফিয়া সুলতানা মিম(২০)। দুই সন্তানের বাবা মৃত ইকবাল হোসেন।
তিনি আরও জানান, নিহতদের স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে।