কমলগঞ্জে ৩ টি প্রতিষ্ঠানকে ১২ হাজার জরিমানা

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতি বার (০৬ ফেব্রুয়ারী) বিকাল ৩ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ফোর্স।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করা, পণ্যের অতিরিক্ত দাম নেওয়াসহ বিভিন্ন অপরাধে শমশেরনগর বাজারের সালাম সিকদার ৫ হাজার টাকা, ডালিয়া হোটেল ৪ হাজার টাকা, জিহাদ ফ্যাশন ৩ হাজার টাকা সহ মোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন অভিযান ও জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেন।