ডেস্ক রিপোর্ট: সিলেটের কানাইঘাটে মহিষের আক্রমণে মহিলা ও শিশুসহ ৬ জন আহত হয়েছেন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন কোনাপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে বাবুল আহমদ, ডাউকেরগুল গ্রামের ফুলমিয়ার ছেলে শামিম আহমদ, কান্দলা গ্রামের মিস্টারের ছেলে আব্দুল জব্বার, ডাউকেরগুল গ্রামের ফুল মিয়ার ছেলে সাহাব উদ্দিন, বাংলাটিলা গ্রামের আমির আলীর ছেলে জাকারিয়া, বাংলাটিলা গ্রামের গফুর মিয়ার স্ত্রী সুহানা বেগম ও একই গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে তানহা বেগম।
কানাইঘাট উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, মহিষটি ভারত থেকে পাচার করে স্থানীয় চোরাকারবারীরা। মহিষটি পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়েছে মহিষটি বিষযুক্ত কিছু খেয়ে অথবা কুকুরে কামড়ানোর কারণে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পাগল হয়ে গেছে।
কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ বলেন, বুধবার সকালে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির বাংলাটিলা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মহিষটি উদ্ধার করেছে। পরে মহিষটি পরীক্ষা করে বিষযুক্ত হওয়ায় জবাই করে মাটিতে পুঁতে রেখেছেন উপজেলা পশু সম্পদ কর্মকর্তারা।