ফাইল ছবি
ধলাই ডেস্ক: বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
শনিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে লাফিজা খাতুন নামের পাঁচ বছরের এক শিশুর নাম জানা গেছে। সে মাদারীপুরের লিয়াকত আলীর মেয়ে। নিহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

