কমলগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে ৭শত মাস্ক বিতরণ

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে বিভিন্ন গ্রামে ঘরে ঘরে গিয়ে ৭০০ জনকে মাস্ক বিতরণ করেছে নজরানা শিক্ষা ও স্বাস্থ্য ট্রাস্ট। পাশাপাশি করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে গ্রামবাসীকে নানা পরামর্শ দেয় সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার দুপুর থেকে আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের উত্তর পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া ও অনগ্রসর শব্দকর পল্লীর ঘরে ঘরে গিয়ে দুই ঘন্টা ব্যাপী পায়ে হেটে ৭শ লোকের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণকালে গ্রামবাসীকে করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে পরামর্শ দেন বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজ, নজরানা শিক্ষা ও স্বাস্থ্য ট্রাস্টের সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, শামছুজ্জামান চৌধুরী ও রাজিব আহমদ প্রমূখ।