আদা দিয়ে রঙ চা মসজিদে আযান ও রাস্তায় কীর্তনে “করোনা মুক্তির গুজব ছড়াচ্ছে কমলগঞ্জে

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল রাত থেকে মোবাইলে কল দিয়ে ও ফেইসবুকে মুসলিম দের মাঝে, কিছুদিন আগে ভারতে জন্মগ্রহণ করা অদ্ভুত নবজাতকের ছবি পোস্ট দিয়ে লিখা হয়েছে আদা ও লবণ দিয়ে রং চা বেশী বেশী করে খেলে এবং মসজিদে মসজিদে গিয়ে আযান দিলে করোনা ভাইরাস থেকে মুক্তি মিলবে এই বলে জন্মের কিছুক্ষণের মধ্যে শিশুটি মারা গেছে ।

এই কথা শোনার পর বিভিন্ন এলাকার অনেকেই কাল রাত থেকে আদা ও লবণ দিয়ে রং চা পান করছেন সাধারণ মানুষরা। অপরদিকে আরেক গুজবে সনাতন ধর্মাবলম্বী বলা হয়েছে রাত দুই টার দিকে বড় ধরনের একটি ভূমিকম্প হতে যাচ্ছে তাই ঢুল কর্তাল ও শংক বাজিয়ে রাস্তায় রাস্তায় কীর্তন বেড় করতে নতুবা সবাই মারা পড়বে । এ কথা শুনে অনেকই রাতেই ঢুল কর্ত াল শংক বাজিয়ে মাধবপুর চা-বাগানে রাত ২টায় অনেক শ্রমিকরা রাস্তায় রাস্তায় কির্তন বের করেন। গতরাত থেকে কমলগঞ্জ উপজেলার চা বাগান ও গ্রাম গুলোতে এই গুজব ভাইরাল করে জনসাধারণের মধ্যে আতংক সৃষ্টি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি পোস্ট ভাই’রাল হলে সাথে সাথে তা নিয়ে তোলপাড় শুরু হয় কমলগঞ্জের বিভিন্ন এলাকায়। অনেকে গত রাত থেকেই আত্বীয় স্বজনদের বাড়িতে কল দিয়ে এসব কথা বলতে শুনা যাচ্ছে। একটা বাচ্চা ভূমিষ্ট হওয়ার সাথে সাথেই সবাইকে উদ্দেশ্য করে রং চা খেলে নাকি করো’নাভাই’রাস নিঃশেষ হয়ে যাবে। এরকমই উদ্ভট তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাই’রাল হয়েছে। এনিয়ে একেকজন মোবাইল ফোনে একে অন্যকে ভ’য়েস কল দিয়ে ঘটনার সত্যতা জানাচ্ছেন। কেউবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা সত্য দাবি করে পোস্ট করছেন। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তোলপাড়। ঘটনাটি লোকমুখে ভাই’রাল হয়ে পড়লে চা বাগান সহ সহ বিভিন্ন জায়গা থেকে স্বজনরা একে অ’পরকে ফোন দিয়ে ঘটনাটির সত্যতা যাচাই করছেন। তবে এ সকল জায়াগায় খোঁজ নিয়ে ঘটনার কোন সত্যতা পাওয়া যায়নি।