স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে দোকানপাট বন্ধ, লোক সমাগম বন্ধসহ বাজার পর্যবেক্ষণে বিশেষ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০টি মামলা করা হয়। মামলায় ৯টি মোটরসাইকেলের ও একটি দোকানের মিলিয়ে ৫ হাজার ২শ টাকা নগদ জরিমানা করে তা আদায় করা হয়েছে। রোববার সকাল ১১টা থেকে আড়াইটা পর্যন্ত কমলগঞ্জের মুন্সীবাজার ও শমশেরনগর বাজারে এ অভিযান চলে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দলের অংশ গ্রহনে এ অভিযান চলে। অভিযানে এক পর্যায়ে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন এসে যোগ দেন। অভিযানকালে বিনা কারণে মোটরসাইকলে নিয়ে ও হেলমেট বিহীন ৯ মোটরসাইকেল আরোহী ও ১জন দোকানদারের কাছ থেকে ৫ হাজার ২শ টাকা জরিমানা করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, এ উপজেলাবাসীর সু-রক্ষায় তিনি বাহিনী ও সংবাদকর্মীরা মিলে প্রতিদিনই বিশেষ পর্যবেক্ষণ করছেন। এসময় নিয়ম না মানায় কিছু দোকানী ও মোটরসাইকেল আরোহীদের জরিমানা করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রয়োজনে আগামীতে আরও কঠোর আইন প্রয়োগ করা হবে।