সেপটিক ট্যাংকের মাটি খোঁড়ার সময় মিলল ৫০৬ রাউন্ড গুলি

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: দিনাজপুরের পার্বতীপুরে টয়লেটের সেপটিক ট্যাংকের মাটি খোঁড়ার সময় ৫০৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার মরহুম মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানের বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার চন্ডীপুর ইউনিয়নের উত্তর শালন্দার সরদারপাড়া গ্রামের মৃত মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানের বাড়িতে টয়লেটের সেপটিক ট্যাংক তৈরির জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল।

এ সময় থ্রি-নট থ্রির (৩০৩) রাইফেলের ৩৮৩ রাউন্ড গুলি ও পিস্তলের ১২৩ রাউন্ড গুলি দেখতে পায় মাটি খননকারী শ্রমিক হুমায়ুন (৩৬) ও রফিকুল ইসলাম (৩৪)।

বিষয়টি জানানো হলে পার্বতীপুর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনাস্থল গিয়ে ৫০৬ রাউন্ড গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে ওই বাড়ির গৃহকর্তী রুবি বেগম জানান, তার স্বামী দেড় বছর আগে মারা গেছেন। ওই সময় থেকে ৭ বছর বয়সী নাতি ফজলে রাব্বীকে নিয়ে এই বাড়িতে বসবাস করেন। এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।

এ ব্যাপারে জানতে চাইলে ইন্সপেক্টর সোহেল রানা জানান, উদ্ধারকৃত গুলি তাজা কিনা তা পরীক্ষা শেষে জানা যাবে। উদ্ধার করা গুলির মধ্যে ৪০ রাউন্ড গুলি চার্জারে রেডি অবস্থায় পাওয়া গেছে।