অসহায়দের পাশে পৌর কাউন্সিলর রাসেল মতলিব তরফদার (ফখরু)।

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, মে ৫, ২০২০
ছবি ধলাইর ডাক

রমজান আলী কমলগঞ্জ সংবাদদাতা: করোনা ভাইরাসের প্রভাবে সাধারণ নিম্ন আয়ের শ্রম-জীবী মানুষের পাশে দাড়িয়েছেন মানবতার ফেরিওয়ালা কাউন্সিলর রাসেল মতলিব  তরফদার ফখরু। তিনি কমলগন্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লোকমান তরফদারের বড় ছেলে।

করোনা প্রথম থেকেই আজ পর্যন্ত কমলগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়াডের কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছেন এবং চলমান রেখেছেন। পৌর এলাকার বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে অসহায় দুস্থ-হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। তিনি তার ১২টি দোকান ও একটি সমিলের ভাড়া মওকুফ করে দেন। ১২টি দোকান মালিকদের ইফতার ও সবজি দেন। তিনি প্রতিদিন ৫জন মানুষকে ইফতার সামগ্রী দেন। তিনি এ পযর্ন্ত ৩৮৫ টি পরিবারকে ত্রান ও আর্থিক অনুদান দিয়েছেন এবং তা চলমান থাকবে। ফখরু বলেন, আমার দেবার কিছু নাই আছে শুধু ভালবাসা তাই দিলাম যতদিন করুনা তাকবে ততদিন আমার সাধ্যমত আমি গরীবের পাশে থাকব। দেশের এই ক্রান্তিলগ্নে কারো বিন্দু পরিমান উপকার করতে পারি আমার জীবন স্বার্থক হবে। সমাজের বিত্তবান মানুষের কাছে দাবি করে বলেন আসুন সবাই মিলে সমাজের অসহায় দুস্থ মানুষের পাশে দাড়িয়ে একটু মানবিক সহায়তা করি।