ডেস্ক রিপোর্ট: ধানের ন্যায্য দাম নিশ্চিতের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করেছে ঐক্য ন্যাপ। শুক্রবার বিকেল ৫টার দিকে নেত্রকোনা পৌর সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়েজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ঐক্য ন্যাপের কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা হাসান, জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস, সংগঠনের সাধারণ সম্পাদক আবু জাহেদ, জেলা শাখার উপদেষ্টা মন্ডলির সদস্য মিজানুর রহমান, জেলা কমিটির সদস্য সামজ্জোহা প্রমুখ।