কমলগঞ্জে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারি পরিচালক মো. আল-আমীনের নেতৃত্বে তদারকি অভিযান পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানের ১১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

সোমবার (১৩ জুলাই) দুপুরে শমশেরনগর চাতলাপুর সড়ক, ভানুগাছ সড়ক, মাছ বাজার ও পশ্চিম বাজারে এ অভিযান পরিচালিত হয়।

উক্ত তদারকি অভিযানে সেবা, পণ্যের মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করা,নোংরা পরিবেশে বিক্রয়ের উদ্দেশ্যৌ খাদ্য দ্রব্য মজুদ রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চাতলাপুর সড়কে অভস্থিত লাইফ কেয়ার ডিজিটাল ডায়গনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, একই সড়কে অবস্থিত পাল স্টোরকে ৩ হাজার টাকা ও ভানুগাছ সড়কে বাবুর এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা মিলিয়ে মোট ১১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারি পরিচারক মো. আল- আমীন তদারকি অভিযান ও জরিমানা করার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি,কাঁচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দব্য সামগ্রী ন্যায্যমূল্যে প্রাপ্তি নিম্চিত করার লক্ষে এ তদারকি অভিযান চলমান আছে।