শাহজালালে ৩ কোটি টাকার সোনার বারসহ আটক এক

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০
সংগৃহীত

ধলাই ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩ কোটি ১২ লাখ ২০ হাজার টাকা মূল্যের সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস।

শনিবার দুপুর ১২টার দিকে জেদ্দা থেকে আসা ফ্লাইট BG- 4136 এর যাত্রী ইসমাইল হোসেন সরকারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩২টি সোনার বার উদ্ধার করা হয়।

এদিন দুপুরে ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) সোলাইমান সাইফ  এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিমানবন্দরের গ্রিন চ্যানেলে নজরদারি বাড়ানো হয়। একপর্যায়ে আনুমানিক দুপুর ১২টার দিকে জেদ্দা থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী ইসমাইল হোসেন সরকারকে চ্যালেঞ্জ করে তল্লাশি করে কাস্টমস হাউসের কর্মকর্তারা।

সোলাইমান সাইফ আরো জানান, এ সময় ইসমাইল হোসেন সরকারের সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করলে এর ভেতরে থাকা ২টি জুসার মেশিন ও ২টি ডিজিটাল সাউণ্ড বক্সের ব্যাটারির মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩২টি সোনার বার পাওয়া যায়। এগুলোর ওজন ৫ কেজি ২০০ গ্রাম।

উদ্ধার করা সোনার বারের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন কাস্টমসের সহকারী কমিশনার।