ডেস্ক রিপোর্ট: খুলনায় এক কেজি স্বর্ণের বারসহ কুলসুম বেগম (৩৬) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে খুলনা মহানগরীর খানজাহান আলী থানার পথের বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক কুলসুম বেগম বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার আবু তাহেরের স্ত্রী।
খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ভারত থেকে এক কেজি স্বর্ণ নিয়ে নিয়ে কুলসুম বেগম বেনাপোল স্থলবন্দর হয়ে খুলনায় আসছিলেন। তাকে বহনকারী সর্দার পরিবহনের একটি বাস খুলনা মহানগরীর খানজাহান আলী থানার পথের বাজার এলাকায় আসলে পুলিশ বাসটিতে তল্লাশি করে। এ সময় কুলসুম বেগমের কাছে এক কেজি ওজনের স্বর্ণের বার পাওয়া যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।