কমলগঞ্জে অসুস্থ্য কর্মহীন বাস চালককে প্রধানমন্ত্রীর পক্ষে হুইল চেয়ার ও খাদ্য সহায়তা

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে অসুস্থ্য কর্মহীন এক বাস চালককে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি হুইল চেয়ার ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় শমশেরনগর খাদ্য গোদাম এলাকায় আনুষ্ঠানিকভাবে এসব সহায়তা প্রদান করেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও শেখ রায়হান ফারুকের সঞ্চালনায় হুইল চেয়ার ও খাদ্য সহায়দা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ উপাধ্যক্ষ এম এ শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, আরিফুজ্জামান অপু, মুজিবুর রহমান, শারফিন আলী, প্রভাষক শাহজাহান মানিক ও মাহমুদুর রহমান।

প্রধান অতিথি সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ বলেন, বাস চালক গোলাপ মিয়া এ এলাকার একটি পরিচিত মুখ। তিনি অসুস্থ্য হয়ে কর্মহীন অবস্থায় বাড়িতে পড়ে রয়েছেন শুনে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে তার জন্য একটি হুইল চেয়ার ও চাল, ডাল, তেল, চিনি,আলু সমন্বয়ে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, করোনা সংক্রমণকালে সবাই স্বাস্থ্য সচেতন হয়ে ঘরে বাহিরে মাস্ক পরে বের হতে হবে। তিনি নিজে করোনা শনাক্ত হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে ফিরেছেন। তিনি জানেন করোনা কঠিন একটি রোগ। তাই সবাইকে স্বাস্থ্য বিধি মেন চলার অনুরোধ জানান।