রাজনগরের কামারচাক ইউনিয়নে ৪ হাজার পিছ শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন মোঃ জিয়াউর রহমান জিয়া।
মঈনুদ্দিন সিদ্দিকঃ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলাধীন কামারচাক ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতরে ঈদের শুভেচ্ছা জানিয়ে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন অলিলা গ্রুপের পরিচালক মোঃ জিয়াউর রহমান জিয়া।
অতিথের ধারাবাহিকতায় এ-বছরেও মুসলমানদের ঈদের সময় ও হিন্দু ধর্মাবলম্বীদের পূজার সময় অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান পাভেলের পক্ষথেকে নগদ অর্থ, শাড়ী, লুঙ্গি সহ ত্রাণ সামগ্রী নিয়ে ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছেন, বিশিষ্ট সমাজসেবক, অলিলা গ্রুপের পরিচালক ৭নং কামারচাক ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মোঃ জিয়াউর রহমান জিয়া।
গত ৭ মে ২০২১ ইংরেজি থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কামারচাক ইউনিয়নের ৯টি ওয়ার্ডে গরীব অসহায় মানুষদের মধ্যে ৩২০০ শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন। এছাড়াও ৫০০ শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন উনার বন্ধু-বান্ধব আত্নীয়-স্বজনদের মধ্যে এবং আরো ৩০০ লুঙ্গি বিতরণ করেন কামারচাক ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রত্যেকটি মসজিদের ইমাম সাহেবগণ সহ হাফেজ, মাওলানা আলেম উলামাগণের মধ্যে।
মোঃ জিয়াউর রহমান জিয়া জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অলিলা গ্রুপের পক্ষথেকে এ পর্যন্ত ৪ হাজার পিছ শাড়ী ও লুঙ্গি বিতরণ করেছি। তবে এ ইউনিয়নের জন্য এটাই শেষ নয়, আমরা এ ইউনিয়নের মানুষের জীবনচিত্র পরিবর্তন করতে যা কিছু প্রয়োজন সবকিছুই বাস্তবায়ন করবো…ইনশাআল্লাহ। কামারচাক ইউনিয়ন মৌলভীবাজার জেলার মধ্যে অন্যতম উন্নত একটি ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যাচ্ছি। পাশাপাশি রাস্তাঘাট,ব্রিজ এবং গ্রামীন জনগোষ্ঠীদের দুর্ভোগ পোহাতে আমাদের অলিলা গ্রুপ থেকে একেরপর এক রাস্তা সংস্করণ সহ নতুনভাবে তৈরি করে দিচ্ছি। পরিশেষে তিনি বলেন অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমার বড় ভাই আলহাজ্ব মোহাম্মদ জিল্লুর রহমান পাভেলের জন্য আপনারা সবাই দুয়া করবেন আপনাদের দুয়া চাই এবং ইউনিয়নবাসী সহ সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।