শ্রীমঙ্গলে লিখত অভিযোগ করায় জরিমানার ২৫% পেলো অভিযোগকারীরা

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জুন ১০, ২০১৯

শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথকভাবে ৫ জন গ্রাহক এর লিখিত অভিযোগের ভিত্তিতে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক লিটন এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা,পাল ট্রেডার্সকে ৪ হাজার, শাফী ইন ফার্মেসীকে ৬ হাজার, শ্রীমঙ্গল ফার্মেসীকে ৪ হাজার ও কেয়ার হাসপাতালকে ৪০ হাজার টাকাসহ মোট ৫৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয় । এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ ছিল অতিরিক্ত দাম নেওয়া, প্রতিশ্রুত সেবা যথাযথ ভাবে না দেওয়া, অবহেলার দ্বারা সেবা গ্রহীতার অর্থহানী ঘটানো ইত্যাদি । এই অভিযোগ গুলোর সত্যতা পেয়ে লিটন এন্টারপ্রাইজ এর বিরুদ্ধে অভিযোগকারী জুনেদ মিয়াকে জরিমানা ৪ হাজার টাকার ২৫% ১( হাজার) টাকা, পাল ট্রের্ডাসের এর বিরুদ্ধে অভিযোগকারী রাব্বি আহমদকে জরিমানার ৪ (হাজার) টাকার ২৫% ১ (হাজার) টাকা, শাফী ইন ফার্মেসীর বিরুদ্ধে অভিযোগকারী মোহন মিয়াকে জরিমানার ৬ (হাজার) টাকার ২৫% ১ হাজার ৫ শত টাকা, শ্রীমঙ্গল ফার্মেসী এর বিরুদ্ধে অভিযোগকারী মীর রোমানা আক্তার সিপাকে জরিমানার ৪ (হাজার) টাকার ২৫% ১ (হাজার) টাকা ও কেয়ার হাসপাতাল এর বিরুদ্ধে অভিযোগকারী গীতা রাণী কানুকে জরিমানার ৪০ (হাজার) টাকার ২৫% ১০ (হাজার) টাকা প্রদান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের,মৌলভীবাজার জেলা কার্যালয়ে বসে সোমবার দুপুরে অভিযোগগুলোর নিষ্পত্তি করা হয়।