কমলগঞ্জে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
ঈদ আনন্দকে স্মৃতি হিসবে ধরে রাখতে মঙ্গলবার ১১জুন বিকাল ৫টায় ভানুগাছ রেলওয়ে ষ্টেশন মাঠে সুর্যতরুন সমাজ কল্যান পরিষদের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। উৎসবমূখর পরিবেশে স্থানীয় বিপুল সংখ্যক দর্শক এ ফুটবল খেলা উপভোগ করেন। খেলায় ট্রাইবেকারে বিবাহিত ১-০ গোলে বিজিয়ী হয়। পরে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন আব্দুস সামাদ দুলন, বাবু উত্তম মুখার্জি, বাবুল, কয়েস, প্রবাসী রুমন, তুফায়েল, জনি, প্রবাসী ওহাব, আমির, প্রবাসী সুমন, মুন্না জমসেদ রনি ও আব্দুল গাফফার।
মাঠে ফুটবল খেলাটি পরিচালনা করেন মাছুম গাজী।