তিন কেজি ওজনের ২৫টি স্বর্ণের বার ও স্বর্ণালঙ্কারসহ আবির হোসেন (৩১) নামের এক চোরাচালানিকে আটক করা হয়েছে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। তিনি আবদুল আজিজের ছেলে নোয়াখালী জেলার হাতিয়ার বাসিন্দা।
বিমানবন্দর সূত্র জানায়, আবির হোসেন ওমানের মাসকাট থেকে শুক্রবার সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসেন। তার গন্তব্যস্থল ছিল ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে কাস্টমসের নিয়মিত তল্লাশিতে প্রায় তিন কেজি ওজনের স্বর্ণসহ আটকা পড়েন। এর মধ্যে ২৫টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার (৯টি আংটি) রয়েছে। মো. নুরুল আমিন সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসের সুপারিনটেনডেন্ট বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের নিয়মিত তল্লাশিতে তাকে স্বর্ণের বারসহ আটক করেছি। বারগুলোর সঙ্গে ৯টি স্বর্ণের আঙটিও পাওয়া গেছে।