কমলগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২১
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ প্রতিনিধি: “স্মার্টফোনে আসক্তি পড়াশোনায় ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে উপজেলা পরিষদ প্রঙ্গানে ২দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো: হেলাল উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার নাহার পারভীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম তালুকদার প্রমুখ।

বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৬টি স্টল তাদের উদ্ভাবন নিয়ে অংশগ্রহন করে। বুধবার দুপুরে পুরষ্কার বিতরণের মাধ্যমে মেলা সমাপ্ত হবে।