কমলগঞ্জ সংবাদদাতা: কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে মৌলভীবাজার সিএনজি স্ট্যান্ড থেকে ভারতীয় অফিসার্স চয়েজ ও সিগ্যানেসার নামের ২০ বোতল মদসহ ১ ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল চার টায় কমলগঞ্জ থানা পুলিশ সদস্যরা মিলন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমানের নেতৃত্বে আয়াছ মাহমুদসহ পুলিশের একটি দল শমসেরনগর চৌমুহনী রোডস্থ সিএনজি স্ট্যান্ড থেকে শ্রীমঙ্গল উপজেলার আরামভাগ এলাকার মৃত মহাদেব এর পুত্র মিলন রবিদাসকে আটক করে। পরে তার ব্যাগ তল্লাশি করে ভারতীয় নিসিদ্ধ ৭ বোতল অফিসার্স চয়েজ ও ১৩ বোতল সিগ্যানেসার মদ উদ্ধার করা হয়।
কমলগঞ্জ থানার পুলিশ সহকারি উপপরিদর্শক হামিদএর রহমান ভারতীয় মদসহ ১ ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হবে।