
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ বাজারে ভারত সরকারের মূখ্যপাত্র নুপুর শার্মা ও নবীন কুমার কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর নামে কটূক্তিকর বক্তব্য দেবার প্রতিবাদে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (১১জুন) বিকাল চার ঘটিকার সময় ভানুগাছ রেলওয়ে ষ্টেশনের পাশে বিক্ষোভ সমাবেশ করেন ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমানেরা। পরে রেলওয়ে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ভানুগাছ বাজারের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে চৌমুহনীতে আবার পথসভা হয়। পথসভায় অংশগ্রহণ করেন হাজারও ধর্মপ্রাণ মুসলমানরা। এসময়ে বক্তব্য রাখের বিভিন্ন মসজিদের ইমাম, রাজনৈতিক দলের নেতারাসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিত্বরা। বক্তব্য শেষে মুসলিম জাহানের সকল মানুষের জন্য দোয়া করা হয়।