কমলগঞ্জে নিঙল চাকৌবা ফেস্টিভ্যাল উদযাপন

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২২

কমলগঞ্জ প্রতিনিধি; ভারত ও বাংলাদেশের মধ্যে সৌহাদ্য পূর্ণ সর্ম্পক বিরাজমান। আমাদের দু-দেশের নাগরিকদের মধ্যে সামাজিক,সাহিত্য ও সাংস্কৃতিক ভাব আদান-প্রধানের মাধ্যমে সেই সম্পর্ক আরো বেশী সু-দৃঢ় করতে হবে। ২৭ অক্টোবর(বৃহস্পতিবার) সকাল ১১টায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার তেতইগাঁওস্থ মনিপুর কালচারেল কমপ্লেক্্ের পেট্রিওটিক রাইটার্স ফোরাম ,মনিপুর এবং মণিপুরী ইয়ুথস বাংলাদেশের যৌথ আয়োজনে “নিঙোল চাকৌবা” অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে ভারতের মনিপুর রাজ্যের খাদ্য ও জনস্বাস্থ্য বিভাগের মন্ত্রী লৈশাংথেম সুচিন্দ্র মৈতৈ উপরোক্ত কথাগুলো বলেছেন।

“নিঙোল চাকৌবা” অনুষ্টানের শুরুতে ৪৮০ জন সম্মিলন অতিথিদের বরন করেন,এমসিসি সাধারণ সম্পাদক সমরজিৎ সিংহ। এল সুচনা সিনহা সুচির,সঞ্চালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন,রবিকিরন সিংহ রাজেশ।


“নিঙোল চাকৌবা” অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, ভারতের মনিপুর রাজ্যের খাদ্য ও জনস্বাস্থ্য বিভাগের মন্ত্রী লৈশাংথেম সুচিন্দ্র মৈতৈ। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন,মনিপুর রাজা ও ভারতের পার্লামেন্ট মেম্বার রাজ্য সভা লৈশেম্বা সানাজাওবা,বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব কোংখাম নীলমনি,কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সিফাত উদ্দিন,কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চত্রবর্তী,য়াইস্কুল খুয়ালকপম,জয়ন্ত সিংহ,নাওরউবম রাখেশ, খাম্বালুওয়াং,হিজম সুনীল। বক্তব্য রাখেন,ইবুংহাল সিংহ শ্যামল,রাকেশ নাওরেম,অওয়াংতোবম সমরেন্দ্র। অনুষ্টানে বাংলাদেশের মনিপুরী অধ্যুষিত বিভিন্ন অঞ্চলের প্রায় ২শত জন ভাই-বোনদের উপস্থিতি ভুরিভোজ ও উপহার সামগ্রী প্রধান করা হয়। আলোচনা শেষে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্টানে মুনিপুরী শিল্পীরা সংগিত পরিবেশন করেন।

উলেখ্যযে,“নিঙোল চাকৌবা” আক্ষরিক অর্থে ভাই কর্তৃক বোনকে ভুরিভোজের আমন্ত্রন জানানো হয়। “হিয়াঙ্গৈগী নিনি পানবা” বা বাংলা পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালিত হয়।