নির্মল এস পলাশ: কমলগঞ্জে মণিপুর ডক্টরস এসোসিয়েশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প করে স্বাস্থ্যসেবা প্রদান এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। আজ রবিবার ( ২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় কমলগঞ্জ মাধবপুর ইউনিয়নে ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয় । মণিপুরী ডক্টরস এসোসিয়েশন এর আয়োজনে সকাল ১১ টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলে। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন মণিপুরী ডক্টরস এসোসিয়েশনর চিকিৎসক ডাঃ সুনীল কুমার সিংহ, সহকারী অধ্যাপক, শিশু এন্ডোক্রাইনোলজি বিভাগ ইউনিভার্সিটি অব এরিজোনা, ইউএসএ,ডাঃ আশুতোষ সিংহ,, বিভাগসিনিয়র কনসালটেন্ট শিশু বিভাগ ২৫০ শয্যা বিশিষ্ট হাস্পাতাল সুনামগঞ্জ, ডাঃ নমিতা রানী সিনহা বিভাগীয় প্রধান, গাইনি ও অবস বিভাগ জালালাবাদ রাগির রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ডাঃ স্বপন কুমার সিংহ, সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল হবিগঞ্জ, ডাঃ বিশ্বজিৎ কুমার সিংহ, সিনিয়র মেডিকেল অফিসার, কার্ডিওলজি বিভাগ এভারকেয়ার হাসপাতাল ঢাকা। মণিপুর ডক্টরস এসোসিয়েশনের আহব্বায়ক ডাঃ পরেশ সিংহ আলাপকালে বলেন নিজের কর্মক্ষেত্রে পাশাপাশি বিভিন্ন স্থানে আমাদের সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে প্রতি বছর সাধারণ মানুষদের চিকিৎসা সেবা প্রধান করে থাকি। ডাক্টার হিসাবে এটা আমাদের একটি মানবিক দায়িত্ব পালন করার চেষ্টা করছি । সেবা নিতে শামিম মিয়া (৫৫) বলেন গ্রামীণ জনপদে বিশেষজ্ঞ ডাক্টার দেখাতে পারছি তাদের কার্যক্রমের কারণে,গাইনি বিভাগে সেবা নিতে আসা সুষমা সিনহা বলেন এত বিশেষজ্ঞ ডাক্টার একসাথে সেবা দিচ্ছেন তাই আসছি এটি একটি খুবই ভালো উদ্যোগ । দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে পাঁচজন মেডিসিন, শিশু, গাইনি,কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেন। এ সময় বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।