কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল বিতরণ

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জুন ২০, ২০১৯

কমলগঞ্জ সংবাদদাতা : মৌলভীবাজারের কমলগঞ্জে আকষ্কিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে জিআর চাল বিতরণ করা হয়েছে। গত বুধবার (১৯ জুন) বিকালে উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে ১২৫ জন পরিবারকে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশেকুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, আদমপুর ইউপি চেয়ারম্যান আব্দাল হোসেনসহ ইউপি সদস্য, সদস্যা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।