শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থিক সহায়তা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জুন ২১, ২০১৯

শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আর্থিক সহায়তা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার(২১জুন) বিকাল ৩টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর সভাপতিত্বে সহায়তা প্রদান ও মতবিনিময় সভাটি উপজেলার সভাকক্ষে  অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব জেলা প্রশাসক জনাব তোফায়েল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, সদর ইউপি চেয়ারম্যান ভানু লাল রায়, সমাজ সেবা কর্মকর্তা সুহেব আহমেদ চৌধুরী; প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, আরও উপস্থিত ছিলেন সাবেক বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা,হরিপদ রায়, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পতমী ও খাসি সোশ্যাল কাউন্সিলের প্রচার সম্পাদক সাজু মারছিয়াং। মতবিনিময় অনুষ্ঠানে যুগ্ম সচিব পদে পদোন্নতি হওয়ায় জেলা প্রশাসক মহোদয়কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ। শ্রীমঙ্গলে বসবাসরত খাসিয়া, গারো,ত্রিপুরা,মনিপুরী,সাঁওতাল, মুন্ডা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪০জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ৩৫ জনকে ৫হাজার টাকা করে,২ জনকে ২৫হাজার টাকা করে, ৩ জনকে ৫০হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। তার মধ্য থেকে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউপির ফুলছড়ি চা,বাগানের একজন শারীরিক প্রতিবন্ধী শিশু স্বপন মুন্ডা (১১) কে কৃত্রিম পা সংযোজনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৫০হাজার টাকার চেক তার হাতে তুলেদেন যুগ্ম সচিব জেলা প্রশাসক তোফায়েল ইসলাম।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এ ধরনের সহায়তা প্রদান কার্যক্রম অব্যহত থাকবে।