কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৩
সংগৃহীত

ধলাই ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।  এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার খুনিরা পালং কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বদিউল আলম  উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁপালং এলাকার আনু মিয়ার ছেলে তিনি। বাকি ২ জনের নাম পরিচয় এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

স্থানীয় ও পুলিশ জানায়, উখিয়ার পালংখালী থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা কক্সবাজার যাচ্ছিল। পথে খুনিরা পালং এলাকায় কক্সবাজার থেকে টেকনাফগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।